ভৈরবে সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে ১ জন নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুদল গ্রামবাসীর সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন; আহত হন অন্তত ৪০ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 03:28 PM
Updated : 13 Dec 2017, 03:29 PM

বুধবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরে এ সংঘর্ষ হয় বলে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানিয়েছেন।

নিহত তাহের মিয়া (৫৫) জাফরনগরের ভূইয়া বাড়ীর বাসিন্দা।

আহতদের মধ্যে তাহেরের স্ত্রী রেহেনা বেগম (৪৫), ছেলে আশরাফুল (১৮) এবং বড় ভাই তারা মিয়াকে (৬৫) ঢাকায় পাঠানো হয়েছে।

বাকিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি মোখলেছুর।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভবানীপুর গ্রামের হুমায়ূন কবির ও জয়নাল গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ওসি বলেন, দুপুরে এ দুপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজনের ছোড়া টেটা বুকে বিদ্ধ হয়ে হুমায়ূন পক্ষের সর্মথক তাহের মিয়া আহত হয়।

“ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”