কুড়িগ্রামে কাশবন দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম সদর উপজেলায় কাশবন দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছে আরও ১৫ জন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 12:40 PM
Updated : 13 Dec 2017, 12:48 PM

বুধবার হলোখানা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার এসএম আব্দুস সোবহান জানান।

নিহত নূরজামাল মণ্ডল (৫৫) হলোখানা ইউনিয়নের ভোলা মণ্ডলের ছেলে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক আনারুল হক জানান, আহতদের মধ্যে ইসলাম মণ্ডল (৪০), সাইয়েদ্যুল হক (২৫), মিলন (২৬), মাঈদুল মণ্ডল (৩০), সিরাজুল হক (৫২), মালেকা বেগম (৫০), রফিকুল ইসলাম মণ্ডল (৩৫) ও শহিদুল মণ্ডল (৬০) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আব্দুস সোবহান বলেন, গ্রামের একটি কাশবন নিয়ে স্থানীয় এনামুল হক ও একরামুল হকের মধ্যে বিরোধ চলছিল। বেলা দেড়টার দিকে এনামুল ও তার পরিবারের লোকজন শ্রমিকদের নিয়ে ওই বনে কাশ কাটতে গেলে একরামুল হক গং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

“এতে ঘটনাস্থলেই এনামুলের সমর্থক নূরজামাল নিহত হয়।”

তিনি বলেন, এ ঘটনায় এনামুলের লোকজন বিক্ষুব্ধ হয়ে একরামুলের অনসারী ছয়টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার ও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।