নাটোরের ক্রীড়া কর্মকর্তা সিআইডি সদর দপ্তরে

নাটোর জেলার ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান সিআইডি হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 11:36 AM
Updated : 13 Dec 2017, 11:43 AM

রাকিবুল নিখোঁজ হয়নি, তিনি ঢাকার সিআইডি সদর দপ্তরে রয়েছেন বলে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা সোমবার রাতে তাকে নাটোরের গুরুদাসপুর থেকে আটক করে ঢাকায় নিয়ে যায়। ”

তাকে সেখানে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।

রাকিবুল (২৯) পাবনা জেলারও ক্রীড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে রোববার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে তার শ্বশুরবাড়ি থেকে কার্যালয়ের উদ্দেশে বের হয়ে তিনি ‘নিখোঁজ’ হন বলে কার্যালয়ের এক কর্মচারী ও স্বজনরা জানিয়েছিলেন।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার বলেন, “রাকিবুলকে সোমবার রাত সাড়ে ৩টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করে সিআইডি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের ধরতে তাৎক্ষণিকভাবে তা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।