শেরপুরে আমন চাল সংগ্রহ শুরু

শেরপুরে চলতি মৌসুমের ১০ হাজার ২৫০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে সরকারের আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 09:48 AM
Updated : 13 Dec 2017, 09:48 AM

বুধবার শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

বিশ মেট্রিক টন আমন চাল সংগ্রহের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার জেলায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০ হাজার ২৫০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।”

জেলার ১৬৬ জন মিলার সাত হাজার ৪২৪ মেট্রিক টন চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ৭৬ জন মিলার তিন হাজার ১৮০ মেট্রিক টন চাল সরবরাহ করবেন বলে মাহবুবুর জানান।

তিনি জানান, প্রতি কেজি চালের সরকারি ক্রয়মূল্য ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।