রাবি কর্মকর্তার গাড়ির ধাক্কায় ভর্তি পরীক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার গাড়ির ধাক্কায় এক ভর্তি পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 08:40 AM
Updated : 13 Dec 2017, 08:55 AM

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ দুর্ঘটনা ঘটে বলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান।

আহত নুরুন নাহার ও রিকশাচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন প্রক্টর।

রিকশাচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ভাইভা দেওয়ার জন্য ওই পরীক্ষার্থী রিকশায় করে প্যারিস রোড দিয়ে যাচ্ছিলেন।

“এ সময় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের উপ-রেজিস্ট্রার আব্দুল মালেকের প্রাইভেট কারের ধাক্কায় ওই পরীক্ষার্থী ও রিকশাচালক আহত হন।”

পরে মতিহার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গাড়িটি জব্দ করে বলে জানান প্রক্টর।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মেয়েকে স্কুলে দিয়ে গাড়ি চালিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। এসময় আমার সামনে থাকা রিকশাটি হঠাৎ ঘুরলে আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।”

মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তার গাড়ি থানায় আনা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।