বেনাপোলে ট্রাকে ৯১০ বোতল ফেন্সিডিল, আটক ১

যশোরের বেনাপোলে নয়শ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক ও এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 07:37 AM
Updated : 13 Dec 2017, 07:38 AM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, রঘুনাথপুর সীমান্তের নারায়ণপুর সেতু এলাকা থেকে বুধবার ভোররাতে তাকে আটক করা হয়।

আটক মুক্তার আলি মণ্ডল (৩০) ঝিনাইদহ জেলার অকিল মণ্ডলের ছেলে।

আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল মাদক পাচারকারী মাদকের একটি চালান নিয়ে আসছে এমন গোপন খবরে বিজিবির একটি টহলদল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক আটক করে।

“পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৯১০ বোতল ফেনসিডিল জব্দ ও চোরাচালানির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে তারা।” 

এ ঘটনায় মুক্তার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ও জব্দ ট্রাকটি বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।