রাজশাহীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজশাহী নগরে বাস ও অটোরিকশার শ্রমিকদের মারামারির পর বাস শ্রমিকরা রাজশাহী-নওগাঁ সড়ক আধঘণ্টা অবরোধ করেছে।       

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 10:31 AM
Updated : 12 Dec 2017, 10:31 AM

মঙ্গলবার নগরের শালবাগান এলাকায় এ দুপক্ষের শ্রমিকদের পাল্টাপাল্টি মারামারিতে দুইজন আহত হন বলে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান।

আহতরা হলেন- বাস চালক হোসেন আলী ও তার সহকারী সেলিম হোসেন। এদের মধ্যে হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও সেলিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আমান বলেন, “রাজশাহীতে থেকে নওগাঁগামী চুমকি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় কয়েকজন অটো চালক বাস আটকে চালককে মারধর করে।
“খবর পেয়ে বাস শ্রমিকরা সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারির শুরু হলে দুইজন আহত হয়।”

তিনি বলেন, পরে বাস শ্রমিকরা গিয়ে রাজশাহী-নওগাঁ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আধঘণ্টা পর ওই সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।