গাজীপুরে ট্রাক চাপায় হত্যা মামলার আসামি নিহত

গাজীপুরে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি একটি হত্যা মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 08:59 AM
Updated : 12 Dec 2017, 09:14 AM

সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার আল হেরা ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই জানান।

নিহত মজিবুল ইসলাম মজনু (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগুয়া গ্রামের জামবার মণ্ডলের ছেলে। তিনি বোর্ডবাজার এলাকায় রিকশাভ্যান চালতেন।

তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়।  

পরিদর্শক আব্দুল হাই বলেন, একটি রিকশাভ্যানে করে গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তা মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক মজিবুলের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

“মজিবুল কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি খুনের মামলার প্রধান ও পলাতক আসামি ছিলেন।তবে ওই সিলিন্ডার নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।” বলেন তিনি।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি মো. শাহদারা খান বলেন, মজিবুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় তারা তার মৃত্যুর খবর পান।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।