মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মামলা

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার চাঁপাইনাবগঞ্জে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 08:11 AM
Updated : 12 Dec 2017, 08:11 AM

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার নথির বরাতে তিনি বলেন, “গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেন।

“তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি ও মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেন। তার বক্তব্য ভুল ও মিথ্যা, বানোয়াট, উদেশ্যপ্রণোদিত, উস্কানিমূলক ও ষড়যন্ত্রমূলক।”

এ কারণে দণ্ডবিধির ১২৩/ক, ১২৪/ক, ৫০১/৫০২ ও ৫০৫ ধারায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে একই অভিযোগে মাহমুদুরের বিরুদ্ধে নাটোর, কুড়িগ্রাম, দিনাজপুর, সিলেট, মানিকঞ্জ, খুলনা ও যশোরে মামলা হয়।