ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 07:15 AM
Updated : 11 Dec 2017, 08:53 AM

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম ফেরদৌস জানান, সোমবার বেলা ১১টার দিকে পালবাড়ি এলাকার ২৩০ কেভি সাব স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

কী কারণে ওই উপকেন্দ্রে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ওই সাব স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করা হত।

আগুনে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।