শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন জামাই

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক গরু বিক্রেতাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 04:47 AM
Updated : 11 Dec 2017, 04:50 AM

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, রোববার সন্ধ্যায় উপজেলার বড়গাঁও এলাকার শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি।

নিহত মোশারফ হোসেন (৪৫) একই এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।

নিহত মোশারফের ছোট ভাই স্কুলশিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, মোশারফের স্ত্রী পারভিন আক্তার (৩২) গরু কেনাবেচার ১০ হাজার টাকা স্বামীকে না জানিয়ে খরচ করে ফেলেন।

“এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে দুই দিন আগে পারভিন ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর ছেলে অসুস্থ হওয়ার খবর পেয়ে মোশারফ রোববার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান। এ সময় স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে বলে শুনেছি।”

তবে ওসি আলম বলেন, মোশারফের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

“শ্বশুরবাড়ির লোকজন তাকে লাঞ্ছিত করলে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন। পুলিশ ঘটনা তদন্ত করছে।”

পুলিশ লাশ হেফাজতে নিয়েছে বলে তিনি জানান।