ডুয়েট খুলছে ৪৭ দিন পর

হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৭ দিন বন্ধ থাকার পর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) খুলছে আগামী রোববার।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 02:28 PM
Updated : 10 Dec 2017, 04:48 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইদিন সকাল ৮টায় সকল আবাসিক হল খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোরনরত শিক্ষার্থীরা গত ৩১ অক্টোবর ক্যাম্পাসেস ভাংচুর চালান। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়। এরপর থেকে ডুয়েট বন্ধ রয়েছে।

ওই ঘটনার পরদিন ডুয়েটের ডিন অধ্যাপক আবু নঈম শেখকে প্রধান করে সাত সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড  অফ ডিসিপ্লিনের সভায় এ আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের বহিষ্কার ও জরিমানা করা হয়।

২৭ ডিসেম্বর পরীক্ষা শুরু

ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান জানান, আগামী ২৭ ডিসেম্বর বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামের সকল বর্ষের শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর যথাসময়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে বলে তিনি জানান।