নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2017, 10:54 AM
Updated : 9 Dec 2017, 11:14 AM

শনিবার ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে এক জনসভায় তিনি একথা বলেন।

জনসভায় মন্ত্রী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী  যথানিয়মে, যথাসময়ে  অনুষ্ঠিত হবে। কোন সরকার এল গেল, তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে। এ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে।”

“দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেবল শেখ  হাসিনাই,” মন্তব্য করে তিনি উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।

মহান মুক্তিযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিল ঠিক তেমনি সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জীবনের মায়া ত্যাগ সফলতার সাথে কাজ করছে, বলেন কামাল। 

লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত লালমোহন বাজারের এই জনসভায় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আলী রেজা মিয়া,  ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী তজুমদ্দিন থানা ভবনেরও উদ্বোধন করেন।