ভাসানীতে ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস: আটক ১৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা অভিযোগে নয় পরীক্ষার্থীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2017, 03:10 PM
Updated : 8 Dec 2017, 03:10 PM

শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ এ কথা জানান।

তিনি বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করায় বিভিন্ন কেন্দ্র থেকে নয় জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পরীক্ষায় ‘জালিয়াত চক্রের’ আরও চারজনকে আটক করা হয় বলে জানান তিনি।

আটককৃতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, ‘জালিয়াত চক্রের সদস্য’ নেত্রকোনার আব্দুল্লাহ আল মামুন ওরফে কামরুল (২৫), কক্সবাজারের চকরিয়ার ইসতিয়াক আহম্মেদ (২৭), কুড়িগ্রামের ফুলবাড়ির মোস্তাফিজুর রহমান (২২) ও মজনু রহমান (২৬)।

আটক পরীক্ষার্থীরা হলেন, সিরাজগঞ্জের জুবায়ের আলম (১৯), আবু জোবায়ের মামুন (২০), টাঙ্গাইলের আমিনুল ইসলাম (২০), নাইবুর রহমান (২০), কুষ্টিয়ার রাফাত বিন রাশেদ (১৯) ও গাজীপুরের প্রদীপ পাল (২০)।