বগুড়ায় গ্রেপ্তার চার ‘জঙ্গির’ মধ্যে ৩ জন রিমান্ডে

বগুড়ায় গ্রেপ্তার ‘নব্য জেএমবির’ চার সদস্যের মধ্যে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 05:41 PM
Updated : 7 Dec 2017, 05:41 PM

ডিবি পুলিশের ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম এ আদেশ দেন।

শরিফুল জানান, এ তিন জনকে আদালতে হাজির করে সাত দিন করে হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়েছিল।

“শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।”

এরা হলেন বাবুল আকতার ওরফে বাবুল মাস্টার ওরফে মাস্টার, আলমগীর হোসেন ওরফে আরিফ এবং আফজাল হোসেন ওরফে লিমন।

বুদবার রাতে বগুড়ার শিবগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী জানান, এ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

অপর শুরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি ওরফে মিজানুর রহমানকে কেন রিমান্ড নেওয়া হলো না প্রশ্ন করলে তিনি বলেন, “তার ব্যাপারে আরও অনেক তথ্য আছে, যা পরবর্তীতে প্রকাশ করা হবে। তাকে হাজতে পাঠানো হয়েছে।”