নীলফামারীতে মুক্তিযোদ্ধার বাসায় ডাকাতির অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় পুলিশ সন্দেহজনক একজনকে আটক করেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 06:39 AM
Updated : 7 Dec 2017, 06:40 AM

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর মহল্লায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপিত মুক্তিযোদ্ধা শাহ মতিয়ার রহমানের বাড়িতে ডাকাতির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

অভিযোগের বরাতে তিনি বলেন, ভোরের দিকে মতিয়ারের বাড়ির নিচতলায় ভাড়াটিয়া ফুয়াদের বাসায় প্রথমে ছয়-সাতজনের মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। তাকে নিয়ে তারা ওপরতলায় মতিয়ারের বাসায় যায়।

“ডাকাতরা ধালালো অস্ত্রের মুখে মতিয়ারসহ বাড়ির সবাইকে জিম্মি করে আলমারি খুলে পাঁচ লাখ টাকা, ২০ ভরি সোনার গয়না ও চারটি মোবাইল ফোনসেট নিয়ে যায় বলে অভিযোগ।”

ডাকাতরা মতিয়ারের স্ত্রী শামীম আরা (৪৭), মেয়ে মেডিকেল কলেজছাত্রী রুবাইয়াত রহমান (২২) ও নাতনি নাওয়ারকে (৯) বেঁধে মারধর করেছে এমন অভিযোগও পেয়েছেন বলে জানান ওসি শাহজাহান।

তিনি বলেন, ঘটনার পর ফুয়াদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আর বেলা সাড়ে ১১টার দিকে জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানান ওসি শাহজাহান।