গাজীপুরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকলে ভোগান্তি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের কাছাকাছি এলাকায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 07:58 PM
Updated : 6 Dec 2017, 02:56 AM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইঞ্জিন বিকল হওয়ার পর ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে নিয়ে লালমনিকে জয়দেবপুর জংশনে নিয়ে আসা হয়। এতে ওই দুই ট্রেনেরই যাত্রীদেরই ভোগান্তিতে পড়তে হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, রাত ১০টা ৩৭ মিনিটের দিকে জংশনের উত্তরে কলাপট্টি এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৫৫ মিনিটে জয়দেবপুর জংশনে পৌঁছালে সেটির ইঞ্জিন খুলে লালমনি এক্সপ্রেস ট্রেনটি জংশনে নিয়ে আসা হয়।

রাত সোয়া ১টার দিকে একটা ইঞ্জিন এনে লালমনি এক্সপ্রেসকে ঢাকায় নিয়ে যায় বলে জানান জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল হক।