ছাগল চুরি করায় আ. লীগ নেতার ১০ হাজার টাকা জরিমানা

ছাগল চুরি করায় পিরোজপুরের নাজিরপুরে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে গ্রাম্য সালিশে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2017, 02:47 PM
Updated : 5 Dec 2017, 02:52 PM

মঙ্গলবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র এ কথা জানান।

অভিযুক্ত লোকমান বেপারী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উদয়তারা গ্রামের মৃত মন্নান বেপারীর ছেলে।

চেয়ারম্যান উত্তম কুমার বলেন, “গত ১ নভেম্বর উদয়তারা গ্রামের বাসিন্দা বিধবা ফিরোজা বেগম আওয়ামীলীগ নেতা লোকমান বেপারীর বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ করেন আমার কাছে।

“এ অভিযোগের ভিত্তিতে লোকমানকে দুইবার নোটিশ দেওয়া হয়। গত সোমবার সন্ধ্যায় আমি, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা নিত্যানন্দ হালদার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন হালদারসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সালিশ হয়।”

সালিশে ছাগল চুরির কথা স্বীকার করায় আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই লোকমান জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানান তিনি।

এ ঘটনায় লোকমান বেপারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল হালদার জানিয়েছেন।