বাংলাবান্ধায় কাজের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে কাজের সুযোগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুলি শ্রমিকদের একটি সংগঠন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 12:34 PM
Updated : 3 Dec 2017, 12:34 PM

রোববার বাংলাবান্ধা-ঢাকা সড়ক সিপাইপাড়া বাজার এলাকায় প্রায় সাত ঘণ্টা অবরোধ করে রাখে তেঁতুলিয়া উপজেলা লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগামী ৭ ডিসেম্বর আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. গোলাম রসুল বলেন, “স্থলবন্দরে সক্রিয় আরেকটি সংগঠনের ১৫৪ জন সদস্যের সবাই কাজ করার সুযোগ পাচ্ছে। অথচ আমাদের ২৬০ জন সদস্যের মধ্যে মাত্র ৪০ জন কাজের সুযোগ পায়।

“দীর্ঘদিন ধরে চলে আসা এ বৈষম্য দূর করার দাবি জানালেও কোনো সমাধান হয়নি। তাই সমহারে কাজ ভাগাভাগির দাবিতে বাধ্য হয়ে অবরোধ কর্মসূচি পালন করেছি।”

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান খুদরত- ই-খুদা মিলন জানান, তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস ছবুর ও ভজনপুর হাইওয়ে থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ তুলে নেয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এসময় উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।