ভিজিএফের চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান কারাগারে

হবিগঞ্জের লাখাইয়ে ভিজিএফের সাড়ে পাঁচ টন চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 12:08 PM
Updated : 3 Dec 2017, 12:09 PM

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে আদালত পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান।

আসামি আরিফ আহমেদ রূপম লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি।

পরিদর্শক কামাল উদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ও ওসি মো. বজলার রহমান চেয়ারম্যানের কার্যালয়ের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় সাড়ে পাঁচ টন ভিজিএফের চাল জব্দ করেন। এ ঘটনায় লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার আচার্য্য বাদী হয়ে মামলা করেন।

এতদিন চেয়ারম্যান পলাতক ছিলেন বলে জানান তিনি।