নোয়াখালীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2017, 01:11 PM
Updated : 2 Dec 2017, 01:11 PM

শনিবার ভোরে উপজেলার সিরাজপুর ইউনিয়নে এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান।

গুলিবিদ্ধ সাখাওয়াত হোসেন ওরফে জামাই সোহেল (৩৪) উপজেলার চরপার্বতী ইউনিয়নের এরফান উল্যার ছেলে। তার বিরুদ্ধে ১৬টি মামলার রয়েছে। এর মধ্যে ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি কিরিচ, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

ওসি বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাখাওয়াতকে শুক্রবার রাতে ফেনীর দাগনভূঁঞা উপজেলার এছহাক মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে সিরাজপুর ইউনিয়নের গহিরা দীঘির পূর্ব পাড়ের বাগানে অস্ত্র উদ্ধারে যায়।

“সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ২০/২১ জনের সশস্ত্র ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।”

এ সময় পুলিশ পরিদর্শক মো. রবিউল হক, এএসআই তরিকুল ইসলাম, কনস্টেবল খোরশেদ আলম এবং ডাকাত সাখাওয়াত আহত হন বলে জানান তিনি।

সাখাওয়াতের পায়ে গুলি লেগেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় দুটি মামলা হয়েছে।