বগুড়ায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২

বগুড়ায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

বগুড়া  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2017, 08:38 AM
Updated : 2 Dec 2017, 08:39 AM

জেলার অতিরিক্তি পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ভোরের দিকে শাকপালা মোড় এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন – শাকপালা এলাকার আব্দুল হালিম বগা ও জিয়াউল হকের ছেলে রাকিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শফিকুল হত্যায় জড়িত সন্দেহে বুধবার রাতে লালমিয়া ওরফে বিষু ওরফে সম্রাটকে আটক করে শাজাহানপুর থানার পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্ততে গ্রেপ্তার করা হয় বগা ও রাকিবকে।

“পুলিশ রাকিব ও বগাকে নিয়ে হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করতে গেলে তাদের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। বগা ও রাকিব পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের সময় বগা ও রাকিব পায়ে গুলিবিদ্ধ হয়। আর অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, দুটি গুলির খোসা ও একটি চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এএসআই তাহের, কনস্টেবল রেজাউল ও রশিদ আহত হয়ে স্থানীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।