বেনাপোলে দুই কেজি সোনাসহ দুই ভারতীয় আটক

বেনাপোল  চেকপোস্ট এলাকা থেকে দুই কেজি ওজনের ২০টি সোনার বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2017, 09:35 AM
Updated : 1 Dec 2017, 09:35 AM

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - কলকাতার খিদিরপুর এলাকার নূরুল হকের ছেলে নাসিরুল হক ও দিল্লির উত্তমনগর এলাকার মহেন্দ্র বার্মার ছেলে সঞ্জীব বার্মা।

শুল্ক কর্মকর্তা সাদেক বলেন, “সোনা পাচারের গোপন খবর ছিল। পরে বেনাপোল কাস্টম চেকপোস্টের সামনে থেকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই দুইজনকে আটক করা হয়।

“তাদের দেহ তল্লাশি করে শরীরের নিম্নাংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ২০টি সোনার বার পাওয়া গেছে।”

সোনা পাচারের অভিযোগে মামলা দিয়ে আটক দুইজনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।