প্রসূতির পেটে গজ রেখে সেলাই: তদন্তে কমিটি

হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2017, 10:39 AM
Updated : 30 Nov 2017, 10:43 AM

বৃহস্পতিবার হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করেন সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী।

কমিটির অন্য সদস্যরা হলেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন আহমেদ ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী।

তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শহরের চাঁদের হাসি নামের হাসপাতালে গত ২৩ অগাস্ট সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসক মল্লিকা দাস নামের এক নারীর পেটে কাপড় রেখে সেলাই করে দেন। পরে প্রায় তিন মাস পর শহরের সিনেমাহল এলাকার হেলথ কেয়ার ক্লিনিকে ফের অস্ত্রোপচার করে ওই নারীর পেট থেকে কাপড়টি বের করা হয়।