স্ত্রীকে ‘হত্যা’ করে থানায়

নেত্রকোণায় ছোট ভাইয়ের স্ত্রী হত্যা মামলার এক আসামি এবার নিজের স্ত্রীকে ‘হত্যার দায় নিয়ে’ থানায় হাজির হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2017, 11:58 AM
Updated : 28 Nov 2017, 12:52 PM

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এটিএম মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সকালে আটপাড়া উপজেলার সুখারী গ্রামের জামাল উদ্দিন থানায় গিয়ে নিজের স্ত্রী রুমা আক্তারকে (৩৫) হত্যা করেছেন বলে জানিয়ছেন।

দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে পরিদর্শক হাসান জানান।

দশ বছর আগে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করেও একই ব্যক্তি থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক হাসান বলেন, “সোমবার রাতের কোনো এক সময় স্ত্রীকে খুন করেছেন জামাল উদ্দিন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে থানায় এসে  হত্যার দায় স্বীকার করেছেন।”

প্রতিবেশী ও জামাল উদ্দিনের বক্তব্যের বরাত দিয়ে পরিদর্শক হাসান জানান, জামাল উদ্দিনের সঙ্গে স্ত্রী রুমার প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সোমবার রাতে মশার কয়েল নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এর জেরে রুমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন জামাল উদ্দিন।”

এ ঘটনায় নিহতের ভাই সুলতান মিয় বাদী হয়ে জামালকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান হাসান।

হাসান আরও জানান, ২০০৭ সালের ৭ নভেম্বর জামাল উদ্দিন তার ছোট ভাই জালাল উদ্দিনের স্ত্রী  জহুরা খাতুনকে হত্যা করে  থানায় এসে আত্মসমর্পণ করেছিলেন।

“ওই মামলায় কয়েক বছর কারা ভোগের পর ২০১১ সালে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ছিলেন।”