ঝিনাইদহে ‘টাকা কেড়ে নেওয়ায়’ ৩ পুলিশ প্রত্যাহার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ টাকা কেড়ে নেওয়ার অভিযোগে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 03:48 PM
Updated : 27 Nov 2017, 04:17 PM

তবে কথিত ওই ব্যবসায়ী টাকা কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

মহেশপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরী বলেন, রোববার চুয়াডাঙ্গা শহরের ওয়াজিউর রহমান নামে এক ব্যবসায়ী ট্রাক কিনতে যশোর যাচ্ছিলেন। অভিযোগ ওঠে, তার কাছ থেকে ১৬ লাখ সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই মাহফুজুল হক, কনস্টেবল হোসেন আলী ও সোহেল রানা।

“আমি অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দিলে তিনি ওই তিনজনকে প্রত্যাহার করেন।”

তবে ব্যবসায়ী ওয়াজিউর রহমান বলছেন, তার কোনো টাকা কেড়ে নেওয়া হয়নি।

“আমি ১৬ লাখ সাড়ে তিন হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে খালিশপুর রূপালী ব্যাংকে  জমা দিতে যাচ্ছিলাম। পথে ঢালা এলাকায় তিনজন সাদা পোশাকের লোক পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেল থামায়। এ সময় সেখানে অনেক লোক জড়ো হয়ে গেলে আমি নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চাই। পুলিশের সঙ্গে ব্যাংকে গিয়ে আট লাখ টাকা টিটি করি। বাকি টাকা আমার ভাইদের কাছে দেই।”

তবে ঢালা এলাকার লোকজন বলছে, সাদা পোশাকের তিন পুলিশ ওই ব্যবসায়ীকে দত্তনগর পুলিশ ক্যাম্পে নিয়ে তার টাকা কেড়ে নেয়। বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।