রংপুরে হিন্দু বাড়িতে হামলা: জামিন হয়নি টিটু রায়ের 

ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে রংপুরে যার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল; জামিন পাননি সেই টিটু রায়।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2017, 11:02 AM
Updated : 26 Nov 2017, 11:03 AM

রোববার দুপুরে রংপুরের বিচারিক হাকিম আরিফুল ইসলাম শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন বলে বাদী পক্ষের আইনজীবী ব্লাস্ট রংপুর ইউনিটের সমন্বয়কারী নাসিমা আখতার জানিয়েছেন। 

তিনি বলেন, “তথ্য প্রযুক্তি আইনের মামলার আসামি টিটু রায়ের জামিন চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করা হয়।ওইদিন আদালত রোববার আবেদনের ওপর শুনানির দিন রেখেছিল।”

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়ার প্রয়াত খগেন রায়ের ছেলে টিটুকে গত ১৪ নভেম্বর ভোরে নীলফামারীর থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুই দফায় আটদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ২১ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে গত ১০ নভেম্বর কয়েক হাজার মানুষ টিটুর বাড়িসহ নয়টি বাড়ি পুড়িয়ে দেয় এবং ছয়টি বাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়।

এরআগে ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে গত ৫ নভেম্বর টিটুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন পাশের লালচাঁদপুর গ্রামের মুদি দোকানি রাজু আহমেদ।