দর্শনায় দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। 

চুযাডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 06:27 AM
Updated : 25 Nov 2017, 06:28 AM

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশন এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আনোয়ার হোসেন বলেন, “ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সিগনালিংয়ের কারণে দর্শনা হল্ট স্টেশন অভিমুখে ঢুকে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

আনোয়ার হোসেন আরও জানান, পরে দুর্ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রেনটি সরিয়ে নেওয়া সম্ভব হলেও বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের বগি সরানো সম্ভব হয়নি।

“উদ্ধারকাজ শুরু হয়েছে। কতক্ষণে উদ্ধারকজ শেষ হবে তা বলা যাচ্ছে না। শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।”

তবে ঢাকা-কলকাতাগামী মৈত্রী ট্রেনলাইনে কোনো সমস্যা না থাকায় সকাল ১১টায় মৈত্রী ট্রেন কলকাতার উদ্দেশে চুয়াডাঙ্গা অতিক্রম করেছে বলে তিনি জানান।

দুর্ঘটনায় আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।