হানাদাররা যা করেনি তা বাংলাদেশে হচ্ছে: সিরাজুল ইসলাম চৌধুরী

পাকিস্তানি হানাদার বাহিনী যা করেনি তা এখন বাংলাদেশে হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 04:23 PM
Updated : 24 Nov 2017, 04:23 PM

শুক্রবার নারায়ণগঞ্জে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে তিনি বলেন, “যে হারে শিশু ধর্ষণ শিশু ও নারী হত্যা হচ্ছে তা অকল্পনীয়। আমাদের লজ্জা ও বেদনার বিষয় আমাদের বাংলাদেশেও গণধর্ষণ চলছে। আমাদের ইতিহাসে আমরা কখনওই গণধর্ষণ দেখি নাই।

“মুক্তিযুদ্ধে যে জিনিস পাকিস্তানি হানাদার বাহিনী, পুঁজিবাদীরাও করে নাই সেই জিনিস বাংলাদেশে হচ্ছে।”

‘শোষণমুক্ত সমাজ ছাড়া স্বাধীনতা অর্থহীন’ শ্লোগানকে সামনে রেখে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ আয়োজিত কর্মসূচির সমাপনী দিন শুক্রবার মহাসমাবেশের আয়োজন ছিল।

সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য সমস্ত কিছু পণ্য হয়ে গেছে। ঘুষ ও তদবিরও পণ্যে পরিণত হয়ে গেছে। এই জঘন্য পরিস্থিতির জন্য আমরা সংগ্রাম করিনি।”

মহাসমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীতে শোভাযাত্রা বের হয়। পরে চাষাঢ়া শহীদ মিনারে অক্টোবর বিপ্লবের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

‘অক্টোবর বিপ্লব শতবর্ষ’ উদযাপন পরিষদের আহ্বায়ক রথীন চক্রবর্তীর সভাপতিত্বে সদস্য সচিব ভবানী শংকর রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রফিউর রাব্বি, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।