সংখ্যালঘুদের ঘরবাড়ি দখলের মহোউৎসব চলছে: রানা দাশগুপ্ত

ক্ষমতাসীনদের ‘একটি শ্রেণির’ ছত্রছায়ায় সংখ্যালঘুদের ঘরবাড়ি দখলের মহোউৎসব চলছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 03:34 PM
Updated : 24 Nov 2017, 03:34 PM

শুক্রবার পিরোজপুরে সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রানা দাশগুপ্ত বলেন, “সরকারের এক শ্রেণির মন্ত্রী, এমপি ও নেতাদের ছত্রছায়ায় এ দেশের সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরের জায়গা দখলের মহোউৎসব চলছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ করতে হবে, তাহলেই এসব বন্ধ হবে।

“আমরা ৫৪ সালের আওয়ামী মুসলীম লীগ দেখতে চাইনা, ৭১’র বঙ্গবন্ধুর বাংলাদেশ দেখতে চাই।”

আগামী নির্বাচনে সংখ্যালঘু নির্যাতনকারীদের বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মার্কা দেখে নয়, লোক দেখে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। লুটেরা, মন্দির ভাংচুরকারীদের চিরতরে বয়কট করতে হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর আরও অভিযোগ করেন, নির্যাতনের সময় কোনো রাজনৈতিক নেতা বা পুলিশ, কাউকেই পাশে দেখা যায়না। ঘটনার পরে এক বান টিন, কিছু খাবার নিয়ে ছুটে যান এবং করুণা দেখান।  

আগামী নির্বাচনের আগে আর কোনো সংখ্যালঘু সম্প্রাদয়ের ওপর নির্যাতনের ঘটনা যেন সেজন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রানা দাশগুপ্ত।

পিরোজপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা চণ্ডি চরণ পাল।

সংগঠনটির জেলার আহ্বায়ক তুষার কান্তি মজুমদারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য সচীন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক সুখেন্দু শেখর বৈদ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা উদীচীর সভাপতি এম এ মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন প্রমুখ।

পরে সংগঠনের ‘ভোটারদের মতামতের ভিত্তিতে’ তুষার কান্তি মজুমদারকে সভাপতি ও গৌতম চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।