গোপালগঞ্জে আধিপত্য বিস্তারের বিরোধে কৃষক খুন

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারের বিরোধে প্রতিপক্ষের লোকজনের হাতে এক কৃষক খুন হয়েছেন; এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 07:39 AM
Updated : 24 Nov 2017, 08:01 AM

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো. আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস মুন্সী (৫৩) ওই গ্রামের ফয়জর আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

মুকসুদপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, “ইলিয়াস তার পাশের গ্রামের মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ১৩টা কোপের চিহ্ন রয়েছে।”

এ ঘটনায় ওই গ্রামের ওমর কাজী (৫০) ও মুক্তার কাজীকে (৫৫) আটক করা হয়েছে বলে তিনি জানান।

ওসি আজিজুর প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “একই গ্রামের আলী আজম ও ফরিদ মুন্সীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধ রয়েছে। ইলিয়াস হচ্ছেন ফরিদের পক্ষের লোক। ইলিয়াস কিছুদিন আগে মারধরের অভিযোগে আজমের লোকজনের বিরুদ্ধে মামলা করেন।

“এসব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইলিয়াসকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মের্গ পাঠানো হয়েছে।