কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশের এএসআইয়ের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রীর অনুষ্ঠান শেষে পতাকা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 04:40 PM
Updated : 23 Nov 2017, 04:40 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালীর রতনদিয়া ইউনিয়নের নবপ্রতিষ্ঠিত মাহেন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মঞ্জুরুল মিয়া (৫৬) রাজবাড়ী পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলায়।

রাজবাড়ী পুলিশ লাইনসের ইন্সপেক্টর মো. আব্দুল মান্নান মিয়া জানান, স্বারাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার বিকালে নবপ্রতিষ্ঠিত মাহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন। এ উপলক্ষে মঞ্জুরুল মিয়া সেখানে  কর্মরত ছিলেন।

মান্নান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে চলে যাওয়ার পর সাজসজ্জার জন্য লোহার পাইপে লাগানো রঙিন পতাকা খুলছিলেন মঞ্জুরুল।

“ওই সময় লোহার পাইপটি পাশের বিদ্যুতের তারের উপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার রোকসানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।