পদ্মা নামে বৃহত্তর ফরিদপুর বিভাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই বৃহত্তর ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 03:05 PM
Updated : 23 Nov 2017, 03:05 PM

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীতে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “উন্নয়নের ধারায় খুব শিগগিরই বৃহত্তর ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে। আগামী সংসদ নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পদ্মা নামের এই বিভাগটির ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে।”

রাজবাড়ী পৌরসভা চত্বরে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কবি কাজী রোজী,  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম আজাদুর রহমান বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ পিছিয়ে যাওয়ার দেশ নয়। আমাদের প্রধানমন্ত্রী অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখাচ্ছেন; তা ধরে রাখতে হলে শেখ হাসিনার নৌকার কোনো বিকল্প নেই।

দেশকে উন্নয়নের দিকে আরও এগিয়ে নিতে তিনি আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।