সিংড়ায় চুরি হওয়া অস্ত্র উদ্ধার, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নাটোরের সিংড়ায় নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাড়ি থেকে চুরি হওয়া অস্ত্রসহ ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 01:07 PM
Updated : 23 Nov 2017, 01:07 PM

উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রাম থেকে বুধবার রাতে তাদেরকে আটক করা হয় বলে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান।

এরা হলেন কলম ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ঈসা খান, তার বাবা কলম ডিগ্রি কলেজের পিয়ন শওকত হোসেন বিপ্লব (৪৫), পৌর শহরের কাটাপুকুরিয়া মহল্লার হাবিবুর রহমান হাবিব ও তার বাবা রফিকুল ইসলাম (৪৫)।

এ সময় একটি একনালা বন্দুক, পাঁচটি গুলি ও একটি পাঁচ ফুট সামুরাই উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, সম্প্রতি নৌবাহিনীর লেফটেনেন্ট (অবসরপ্রাপ্ত) মোজাম্মেল হকের সিংড়া শহরের বাড়ি থেকে তার লাইসেন্স করা একনলা বন্দুক ও পাঁচটি গুলিসহ বিভিন্ন দামি জিনিসপত্র চুরি হয়।

“শুক্রবার তিনি এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা করেন। বুধবার রাতে গোপন খবরে কলম নজরপুর গ্রামের মৃত আহম্মেদ আলী সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভাড়াটে ঈসা ও বাবা শওকত হোসেন বিপ্লবকে অস্ত্রসহ আটক করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্যে পৌর শহরের কাটাপুকুরিয়া মহল্লা থেকে হাবিব ও তার বাবা রফিকুলকে আটক করা হয় বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।