এবার মৌলভীবাজারে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের মুখ থেকে এক নবজাতককে উদ্ধারের দুইদিন পর মৌলভীবাজার সদর উপজেলায় রাস্তার পাশ থেকে দুইদিন বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 10:27 AM
Updated : 21 Nov 2017, 10:28 AM

উপজেলার শাহবন্দর এলাকায় রাস্তার পাশ থেকে সোমবার রাতে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন বলে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান।

তিনি বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে শাহবন্দর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

চিকিৎসা শেষে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হবেন তারা। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এ ব্যাপারে হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ দেব বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুই দিন বয়সের বাচ্চাটি হাসপাতালে নিয়ে আসে পুলিশ। শিশুটির স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকায় তাকে স্পেশাল বর্ন কেয়ার ইউনিটে রেখে একজন সেবিকাকে সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

হাসপাতালের সমাজ কল্যাণ ফান্ড থেকে শিশুর জন্য পোশাক, দুধ ও অনান্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার গাজীপুরে একটি ডাস্টবিন থেকে কয়েকঘণ্টা বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করেন এক গার্মেন্টকর্মী। হাসপাতাল থেকে ওই গার্মেন্টকর্মী নবজাতকটিকে নিজ জিম্মায় নিয়ে গেলে ওইদিন রাতেই তার মৃত্যু হয়।