গাজীপুরে বাসে অগ্নিকাণ্ড, চালক আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 03:36 AM
Updated : 21 Nov 2017, 03:36 AM

শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর এলাকায় সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আটক চালক মো. শামীম (৩০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার আব্দুর রশিদের ছেলে।

এসআই মঞ্জুরুল প্রাথমিক তদন্তের বরাতে বলেন, বাসটি গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকার জিএম গার্মেন্টের শ্রমিক পরিবহনের কাজে  ব্যবহৃত হয়। চালক বাসেই রাত যাপন করেন। সকালে যাত্রী পরিবহন করেন।

“প্রতিদিনের মতো রাতে তিনি শ্রমিকদের গন্তব্যে নামিয়ে দিয়ে কয়েল জ্বেলে বাসে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ২টার দিকে বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।”

ঘটনা উদঘাটনে চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি জানান।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

“আগুনে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে সিলিন্ডার নির্গত গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

আগুনে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।