বিড়ালের মুখ থেকে উদ্ধার সেই নবজাতকের মৃত্যু

গাজীপুরে বিড়ালের মুখ থেকে নবজাতক উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 05:41 PM
Updated : 21 Nov 2017, 10:02 AM

সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ আলী জোবে এ কথা জানান।

রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার রাস্তার পাশের ডাস্টবিন ভেতর বিড়ালের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করেন পোশাক শ্রমিক রেখা আক্তার ও রিকশাচালক মো. এরশাদ।

কাউন্সিলর জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মধ্যরাতের পর সেই  নবজাতকটির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাকে লক্ষ্মীপুরার কররস্থানে দাফন করা হয়েছে।

নবজাতকটির নাম রাবেয়া রাখা হয়েছিল জানিয়েছে রেখা বলেন, নবজাতকটিকে উদ্ধারের পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার দিকে চিকিৎসকরা নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

“আমি তো কারখানায় ছিলাম, তাই ঢাকা নিয়ে যেতে না পারায় নবজাতকটিকে বাসায় নিয়ে আসা হয়। পরে আমার এক প্রতিবেশীর বুকের দুধ খাওয়ানো হয়। রাত দেড়টার দিকে শ্বাসকষ্টের কারণে নবজাতকটির মারা যায়।”

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ওই নারী নবজাতককে হাসপাতালে আনার পর আমাদের জানানো হয়েছিল। নিয়ে যাওয়ার সময় বা পরেও কেন আমাদের জানানো হয়নি।”

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সৈয়দ মো. হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।