নাটোরে গৃহবধূ হত্যায় স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড

নাটোরে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 04:10 PM
Updated : 20 Nov 2017, 04:11 PM

সোমবার বিকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.হাসানুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ওই গৃহবধূর স্বামী সিংড়া উপজেলার ধুলিয়াডাংগা গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (২৪) ও তার বন্ধু সাইফুল ইসলাম।

সাইফুল জামিন নিয়ে পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাই জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, বিয়ের এক সপ্তাহ পর ২০০৪ সালে ১ ডিসেম্বর সালামের স্ত্রী জাহানারা বেগমের লাশ বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এ ব্যাপারে জাহানার বাবা আবু তালেব বাদী হয়ে আব্দুস সালাম, তার বন্ধু সাইফুল ইসলাম, বাবা সেকেন্দার মোল্লা ও মা সাজেদা বিবিকে আসামি করে মামলা করেন। সালামের বাবা ও মাকে অব্যাহতির সুপারিশ করে ২০০৫ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।