সাতক্ষীরায় ‘এক মিনিটের চলচ্চিত্র’ নির্মাণ কর্মশালা

সাতক্ষীরায় শিশু-কিশোরদের জন্য ‘এক মিনিটের চলচ্চিত্র’ নির্মাণ কর্মশালা শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 01:43 PM
Updated : 20 Nov 2017, 01:43 PM

সোমবার  শিল্পকলা একাডেমীতে চারদিনের এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান।

কর্মশালার সমন্বয়কারী ছিলেন মৃদুল মামুন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।

এ আয়োজক সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এতে সহযোগিতা করছে ইউনিসেফ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।  

কর্মশালায় ইউনিসেফের প্রোগ্রাম অফিসার শাকির আহমেদ অন্তু ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিস্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার শিক্ষক আশাবুল হক নান্নু চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ কর্মশালায়  জেলার ২৪ জন শিশু-কিশোর অংশ নেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হান্নান বলেন, শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করবে।

“সময়ের বিবেচনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গুরুত্ব অনেক। সুতরাং চারদিনের এ কর্মশালার গুরুত্ব তোমাদের বুঝতে হবে।”

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক প্রজ্ঞা পারমিতা রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও এনডিসি মোশারেফ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।