নীলফামারীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

নীলফামারীতে একটি গুদামে আগুন লেগে ১৩০ মেট্রিক টন ঝুট পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 11:52 AM
Updated : 20 Nov 2017, 11:53 AM

শহরের হাড়োয়া আদর্শপাড়ায় রোববার রাতে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিয়ন্ত্রণে আনে বলে জানান নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার।

বাড়ির তত্ত্বাবধায়ক আকবর আলী (৪৫) বলেন, “বাড়িতে স্ত্রী, সন্তান রেখে রাত ১টার দিকে জেলা পরিষদ মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতে যাই। এরপর রাত ২টার দিকে স্ত্রী ফোন করে আগুন লাগার বিষয়টি জানালে এসে দেখি ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাচ্ছে।”

আকবর আলীর স্ত্রী আয়শা বেগম বলেন, রাতে গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

ঝুটের মালিক দেওয়ান সাগর আহমেদ বলেন, উত্তরা ইপিজেড থেকে এক সপ্তাহ আগে সাড়ে চার লাখ টাকা মূল্যের ১৩০ টন ঝুট কিনে গুদামে রেখেছেন।

“গুদামের সঙ্গে বিদ্যুতের কোনো সংযোগ নেই। আমার ক্ষতি করার জন্য কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে।”

নীলফামারী ফায়ার সার্ভিস কর্মকর্তা এনামুল হক প্রামানিক বলেন, খবর পেয়ে নীলফামারীর ২টি এবং উত্তরা ইপিজেডের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বাবুল বলেন, “ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”