নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 07:49 AM
Updated : 20 Nov 2017, 09:01 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।

রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানান, উপজেলার বরাব এলাকার ‘অন্তিম নিটিং অ্যান্ড ডাইং’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে এ বিক্ষোভ করে।

তিনি বলেন, “গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকেরা কাজে না গিয়ে সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নামে। পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। 
“এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।”

পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ১২টা থেকে আবার যান চলাচল শুরু হয় বলে ওসি ইসমাঈল জানান।

এ বিষয়ে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।