এমপি কেয়ার সভায় হট্টগোলের ঘটনায় মামলা

হবিগঞ্জের বাহুবলে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জনসভায় হট্টগোলের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ কয়েজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 02:17 PM
Updated : 19 Nov 2017, 02:17 PM

রোবার রাতে বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী এ কথা জানান।

গত ১১ অক্টোবর বাহুবল উপজেলার মিরপুর একটি অনুষ্ঠানে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছিল পুলিশ।

এ ঘটনার পর সাংসদ কেয়া চৌধুরী সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ওসি মাসুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাহুবলের লামাতাসী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার শনিবার রাতে একটি মামলা করেন।

“এতে সাংসদ কেয়া চৌধুরীর উপর হামলার অভিযোগ আনা হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আলাউর রহমান সাহেদের বিরুদ্ধে।”

একইসঙ্গে এ মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

রোববার রাত পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি মাসুক।