ময়মনসিংহ মেডিকেলে ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি (ইএন্ডসি) বিভাগে ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 01:08 PM
Updated : 19 Nov 2017, 01:08 PM

রোববার জরুরি বিভাগে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ এর উদ্বোধন করেন।

এ সময় পরিচালক নাছির উদ্দীন বলেন, ২৪ ঘণ্টা সেবার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় রোগীরা এক জায়গা থেকেই বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।

“প্রাথমিকভাবে ১৮টি বেড নিয়ে চালু এই সেবায় রোগীরা বিনামূল্যে এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রামসহ সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা পাবেন।”

এতে রোগীর অনেক ভোগান্তি কমবে, সময় বাঁচবে এবং রোগী দ্রুত সেবা পাবে বলে জানান তিনি।

পরে কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. নুর মোহাম্মদ, বিএমএ কেন্দ্রীয় পরিষদ সহ-সভাপতি ডা. আ ন ম ফজলুল হক পাঠানসহ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেলের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় তিন হাজার রোগী ভর্তি হয়। এছাড়া জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ আর বহির্বিভাগে আরও প্রায় ৫ থেকে ৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলসহ এর আশপাশের তিন কোটিরও বেশি মানুষ ওয়ান স্টপ সার্ভিসের সুবিধা নেবেন বলেও তিনি জানান।