আদমজী ইপিজেডে কারখানায় আগুন, হুড়োহুড়িতে আহত ২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 12:59 PM
Updated : 19 Nov 2017, 01:06 PM

রোববার দুপুরে ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান।

খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিকরা জানায়, কারখানার তৃতীয় তলার স্টোর রুমে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় ওয়েল্ডিং স্পার্ক (আগুন) কিছু পরিত্যক্ত মালামালের ওপর পড়লে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আগুনে ৭/৮ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে আগুন আতঙ্কে নামতে গিয়ে ১২/১৩ জন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান জানান, আগুন লাগার পর তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ২০/২১ জনের মতো আহত হয়েছে।