রোহিঙ্গা ক্যাম্পে ইইউ প্রতিনিধি ও তিন দেশের পররাষ্ট্র মন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও তিনটি দেশের পররাষ্ট্র মন্ত্রী কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 11:15 AM
Updated : 19 Nov 2017, 01:32 PM

রোববার বেলা ১২টার পরে বিশেষ হেলিকপ্টারে তারা উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর রেস্ট হাউজ হেলিপ্যাডে অবতরণ করেন।

সেখান থেকে প্রতিনিধিদলটি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছেন।

শরণার্থী ক্যাম্পে তারা নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন। এছাড়া ক্যাম্পে আইওএম-এর প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।

প্রতিনিধিদলে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো।

তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলের সদস্যরা এ রকম অবস্থা এর আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেছেন।

 

এত অল্প জায়গায় এত মানুষের থাকা দেখে তারা বিস্ময় প্রকাশ করেন।

সাংবাদিকদের শাহরিয়ার আলম বলেন, “আপনারা তাদের বক্তব্যেই শুনেছেন রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে আসিয়ান সামিটে তারা সর্বাত্মক চেষ্টা করবেন।”

সীমিত সম্পদের দেশ হয়েও বাংলাদেশে রোহিঙ্গাদের স্থান দেওয়ায় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সাধুবাদ জানিয়েছে বলেও জানান শাহরিয়ার।  

এর আগে শনিবার বালুখালী ক্যাম্প পরিদর্শন করেছেন ১০ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল।