গোপালগঞ্জে কার্তিক পূজার নৌকা বাইচ

সনাতন ধর্মালম্বীদের কার্তিক পূজা উপলক্ষে  গোপালগঞ্জে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।  

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 07:46 AM
Updated : 19 Nov 2017, 07:46 AM

সদর উপজেলার সানপুকুরিয়া ও উলপর গ্রামবাসী শনিবার এই প্রতিযোগিতার আয়োজন করে।

আবহমান গ্রাম বাংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় মধুমতি নদীর সানপুকুরিয়া উত্তপাড়া থেকে দক্ষিণপাড়া পর্যন্ত চার কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।  

গোপালগঞ্জ ছাড়াও এতে ফরিদপুর জেলার প্রত্যন্ত গ্রামের অর্ধশত সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারী নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতা দেখতে দুপুরে নৌকায় ও ট্রলারে করে মধুমতির নদীর দুই পাড়ে জমা হতে থাকে বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক; যাদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী।

দুপুর থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন নৌকা বাইচ শুরু হয়। এ সময় নদীর দুপাড়ে দাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত নানা রকম বাদ্যের তালে জারি সারি গান গেয়ে এবং নেচে দর্শরা প্রতিযোগীদের উৎসাহ দেন।  

তাদের করতালী ও হর্যধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সানপুকুরিয়া নৌকা বাইচ আয়োজক কমিটির সদস্য কমলাখী বিশ্বাস, সজল বৈদ্য, হাংশু ঠাকুর বলেন, কার্তিক পূজা উপলক্ষে প্রায় একশ বছরেও বেশি সময় ধরে তারা নৌকা বাইচের আয়োজন করেছেন।

প্রতিযোগিতা শেষে সানপুকুরিয়ার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী। এ ছাড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম নিরুন্নাহার ইউসুফ উলপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন