পিছিয়েছে ফখরুলের রংপুর সফর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রংপুরের ঠাকুরপাড়া সফর পিছিয়ে গেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 05:55 PM
Updated : 18 Nov 2017, 05:55 PM

শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ এ কথা জানান।

ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ১০ নভেম্বর রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে একদল লোক। এতে নয়টি হিন্দু পরিবারের ১৮টি ঘর ভস্মীভূত হয়।

রোববার হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের।

তবে রোববার ঠাকুরপাড়ায় আসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রইস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, দলের মহাসচিব ঢাকা থেকে প্লেনে করে সকাল পৌনে ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। তারপর সড়কপথে তিনি লালমনিরহাট যাবেন।

“রোববার সকাল ১০টায় ঠাকুরপাড়ায় আসার কথা ছিল আমাদের মহাসচিবের। প্রশাসনের অসহযোগিতা ও এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঠাকুরপাড়ায় আসবেন এ জন্য সময় পরিবর্তন করেছি।”

পরদিন তিনি ঠাকুরপাড়া পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানান জেলা বিএনপির এ নেতা।