টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এমপি গোলাম মোস্তফা আহত

টাঙ্গাইলের দেলদুয়ারে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ চারজন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 02:13 PM
Updated : 18 Nov 2017, 02:13 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের নাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের পরিদর্শক ইফতেখার রুকন জানান।

গুরুতর আহত গোলাম মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আহত অন্যদের নাম জানা যায়নি। তারা টাঙ্গাইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক ইফতেখার বলেন, নিজ নির্বাচনী এলাকা থেকে মাইক্রোবাসে ঢাকায় আসছিলেন এমপি গোলাম মোস্তফা। রংপুরগামী লোটন পরিবহনের একটি বাসের সঙ্গে নাটিয়াপাড়ায় মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এমপিসহ চারজন আহত হন।

স্থানীয়রা তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং এমপিকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় বলে জানান তিনি।

ইফতেখার আরও জানিয়েছেন, চালক ও তার সহকারী পালিয়ে গেছেন তবে বাসটি আটক করা হয়েছে।

টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমপি সাহেব মাথায় বেশ আঘাত পেয়েছেন, তার অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”