যশোরে দিনমজুরকে গলা কেটে হত্যা

যশোরের মণিরামপুরে এক দিনমজুরকে গলাকেটে হত্যা করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 10:50 AM
Updated : 18 Nov 2017, 10:50 AM

উপজেলার কৃষ্ণবাটি গ্রামে নিজঘরের বারান্দা থেকে শনিবার তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান।

নিহত আকবার আলী (৫৫) সদর উপজেলার ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি কৃষ্ণবাটি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী হালিমা, ছেলে মিন্টু ও মেয়ে সোনিয়াকে হেফাজতে নিয়েছে।

আকবরের স্ত্রী হালিমা বলেন, “রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীররাতে চার-পাঁচজন ঘরে ঢুকে আমাদের দুজনের মুখ বেঁধে ফেলে।

“আমাকে হত্যা করার চেষ্টা করলে আমার স্বামী তাদের বলেন-‘তোরা ওকে না মেরে আমাকে মার’। এই কথা শুনে তারা তাকে হত্যা করে।”

খেদাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আইনুদ্দীন বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গেলে হালিমা বলেন, রাত ৯টার সময় পাশের এক বাড়িতে হালিমা টেলিভিশন দেখতে যান। তখন আকবার আলী তাকে সেই বাড়ি থেকে ডেকে আনেন।

“রাত একটার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পান তার স্বামীর মুখ বাঁধা এবং ঘরে ৪/৫ জন লোক। পর তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার স্বামী খুন হন।”

ওসি বলেন, ঘটনা রহস্যজনক মনে হওয়ায় আকবারের স্ত্রী, ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।