সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে মাছ বিক্রেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাছের ট্রাকে ডাকাতের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 06:42 AM
Updated : 18 Nov 2017, 06:56 AM

সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বেড়তলা এলাকায় মাদ্রাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (২৮) রাজশাহীর বাগমারা উপজেলার সাপুর এলাকার সদর মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আহতদের বরাতে বলেছে, নাটোর থেকে একটি ট্রাকে করে মাছ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন রফিকুলসহ তিন মাছ বিক্রেতা। রাত আনুমানিক ৩টার দিকে ওই মাদ্রাসার সামনে ডাকাতরা ট্রাকটির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা এলাপাতাড়ি চুরি চালায়। এ সময় রফিকুল ঘটনাস্থলেই মারা যান। আর ডাকাতরা মাছবোঝাই ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায়।

ওসি মফিজ বলেন, “সকালে ট্রাকের ড্রাইভার আশরাফুল প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

“তার বুকে ছুরিকাঘাত ও মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে।”

সকালে হবিগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ট্রাকে মাছ পাওয়া যায়নি।”

পুলিশ ডাকাত গ্রেপ্তারের চেষ্টা করছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।